Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

কবিতা (বৈশাখ ১৪২৭)

 বৈশাখ

আবু হেনা ইকবাল আহমেদ১

ক.
পুনরায় ঘুরে আসে     নতুন বৈশাখ
সময়ের ধারা তারে    দেয় ভিন্ন বাঁক
পুরাতন ব্যবসায়       ইতি টেনে পাতা
 শুরু হয় নবরূপে      লিখা হালখাতা।

যাত্রা পুতুলনাচ কি     লাঠি সাপ খেলা
নানাবিধ আয়োজনে    বসে যায় মেলা
বৈশাখে হাঁটু পানির    ওই নদী নাই
বাহারি পালের নাও    গানে শুধু পাই।

কালের ¯্রােতের তবু   হয় না বিরাম
বয়ে চলে কুলু কুলু     সে যে অবিরাম
দিন যায় রাত আসে   আসে রাঙা ভোর
নতুন দিনের জন্য     খুলে দেই দোর
বসন্ত গিয়েছে চলে    কোকিল না থাক
নতুন পাতায় রেঙে    সেজেছে বৈশাখ \

খ.
বটের নতুন শাখে     ঝিমায় দুপুর
জড়াজীর্ণ সবকিছু     শুষ্ক চ‚র্ণচুর
ঈশান কোণে জমা    খ্যাপাকালো মেঘে
ক্ষণিকে আঁধার করে  বয় বায়ুবেগে।

শুরু হয় গুড় গুড়      ভীষণ গর্জন
ধ্বংসের দামামা বেজে  ছোটা তার পণ
অবশেষে ধেয়ে আসে বৃষ্টি এক ঝাঁক
বর্ষণে শীতল হয়      উত্তপ্ত বৈশাখ।

পায় প্রাণ মরা নদী    মৃতপ্রায় তৃণ
সাঁতরায় পানি পেয়ে  ব্যাঙ সর্প মীন
রুক্ষ ভ‚মি চষে বোনা  আউশ ও পাট
কচি মাথা তুলে তারা ভরে দেয় মাঠ।

নতুন বছর শুরু       খুলে হালখাতা
জীবন সাজায় ধরা    মেলে ডালপাতা \

১কৃষিবিদ পরিচালক(অব.), বীজ প্রত্যয়ন এজেন্সী, কৃষি মন্ত্রণালয়। সেল:০১৬১৪৪৪৬১১১<ahiqbal.ahmed@
yahoo.com> ঠিকানা : ‘কলমিলতা # ৪, এলেনবাড়ি গভ. অফিসারর্স কোয়ার্টার্স, তেজগাঁ, ঢাকা-১২১৫।